পুঁজিবাজার ডেস্ক: সারাদেশে চলছে করোনার তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণের প্রভাবে কর্মহীন, অসহায়, দুস্থ ও ছিন্নমূল হয়েছে অনেক পরিবার। এমন এক হাজার পরিবারকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ত্রাণ সহায়তা দিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। করোনার প্রভাবে পুঁজিবাজার বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া ২০০ ক্ষুদ্র বিনিয়োগকারীকেও ত্রাণ সহায়তা দিয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোর এ সংগঠন।
৫ এপ্রিল থেকে শুরু হওয়া বিএমবিএ এর ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত এক হাজার দুইশ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম মতিঝিল জোনের পুলিশের সহায়তায় পরিচালনা করা হয়। আর আর্থিক সংকটে থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীসহ অসহায়দের ত্রাণ বিতরণে সহায়তা করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। ত্রাণ বিতরণের সার্বিক কার্যক্রম দেখভাল করেন বিএমবিএ এর সভাপতি মো. ছায়েদুর রহমান।
৫ এপ্রিল সকালে অসহায়দের মধ্যে ত্রাণ সাহায্যের সামগ্রী মতিঝিল জোনের পুলিশের হাতে তুলে দেন ছায়েদুর রহমান। বিএমবিএ এর পক্ষ থেকে দেওয়া ত্রাণসামগ্রী মতিঝিল জোনের ১০ স্থানে বিতরণ করা হয়। মতিঝিল জোন ছাড়াও গেণ্ডারিয়া, লক্ষ্মীবাজার ও ধোলাইখান এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।