পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের ক্যাটেগরি পরিবর্তিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ‘জেড’ ক্যাটাগরির আরামিট সিমেন্ট ‘বি’ ক্যাটগরিতে উত্তীর্ণ হয়েছে।
আজ থেকে এ কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরির অধীন লেনদেন শুরু হবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই তাদের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তিত হচ্ছে।
৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। ♦