ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব পেয়েছেন মিচেল স্টার্ক। তার স্ত্রী অ্যালিসা হিলি পেয়েছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মান।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের ক্রিকেট ক্যারিয়ারের বয়স প্রায় এক যুগ। এ সময় বিশ্বকাপ জয় থেকে শুরু করে অগণিত সাফল্য ও অর্জন রয়েছে তার। এর মধ্যে ছিল একটি অপ্রাপ্তি। এবার সেটিও ঘুচেছে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্টার্ক।
অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সন্মাননা অ্যালান বোর্ডার মেডেল পেয়েছেন এ পেসার। মাত্র এক ভোট বেশি পেয়ে অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে টপকে ঐতিহ্যবাহী এ পদক জিতেন স্টার্ক।
তিনি পান ১০৭ ভোট। মার্শের ঝুলিতে গেছে ১০৬টি ভোট। আর ট্রাভিস হেড পান ৭২ ভোট।
মেয়েদের ক্রিকেটের বর্ষসেরা পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক’ পদক উঠেছে অ্যাশলি গার্ডনারের হাতে। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে এ পদক জয় করেন তিনি।
গার্ডনার পেয়েছেন ৫৪ ভোট। ৪৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বেথ মুনি। আর অ্যালিসা হিলির ভোট ৩৯টি।
২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে ঘোষণা করা হয় পুরস্কার জয়ীদের নাম।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্য থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটার, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে নির্ধারণ করা হয় বিজয়ী।
এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হন মিচেল মার্শ। তিনি পান ৫৩ ভোট। ২৯ ভোট পেয়ে দ্বিতীয় জশ হেইজলউড। তৃতীয় স্থানে থাকা অ্যাশটন এইগার পেয়েছেন ২৬টি ভোট।
নারীদের ক্রিকেটের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হন বেথ মুনি।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে ছেলেদের বর্ষসেরা হন ট্রাভিস হেড। মেয়েদের বর্ষসেরা এলিস ভিলানি। ♦