রাজধানীর পরিবাগে নিজস্ব জমিতে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত্ খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি পরিবাগে ১২ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করবে। এজন্য ‘এনডিই-টিইএএল জেভি’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আধুনিক আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক ভবনটিতে পদ্মা অয়েলের দুটি বেসমেন্ট থাকবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।
৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সা।
এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই টাকা ৭৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ♦