সারোগেসি পদ্ধতিতে মাবাবা হলেন নিক প্রিয়াঙ্কা

0

ন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ইনস্টাগ্রামে পোস্ট করে এ সুখবর দেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা লেখেন, “আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি। কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।”

একই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস।

তারকা দম্পতি তাঁদের বন্ধু ও পরিবারের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন।

নিকের ভাই জো জোনাস প্রিয়াঙ্কা ও নিক উভয়ের পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন।

লারা দত্ত লিখেছেন, “অভিনন্দন।”

নিক ও প্রিয়াঙ্কার প্রেম জীবন নিয়ে সম্প্রতি নানা জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার পদবি থেকে জোনাস সরে যাওয়ায় বিস্তর জল্পনাও শুরু হয়। শেষে সন্তানের খবর দিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন প্রিয়াঙ্কা। বুঝিয়ে দিলেন দাম্পত্যে ভাটা পড়েনি, বরং নতুন সুখ আসতে চলেছে তাদের।

Share.