ভারী তুষারপাত ও বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

0

ভারী বন্যা ও তুষারপাত- এ দুই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে বিপর্যস্ত হচ্ছে দেশটির নাগরিকদের জনজীবন।

দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে গতকাল সিএনএন জানায়, গত বৃহস্পতিবার প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রাজধানী ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঙ্গরাজ্যগুলোয় বন্যা দেখা দিয়েছে।

বন্যার কারণে রাজধানী ওয়াশিংটনের প্রধান সড়কগুলোর বেশিরভাগ পানিতে ডুবে গেছে। এ কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। থমকে গেছে জনজীবন।

একই সময়, দেশটির পূর্বাঞ্চলে হচ্ছে তুষারপাত। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মাইনে, কানেক্টিকাট, কেন্টাকি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও মেরিল্যান্ডে বয়ে গেছে ভারী তুষারঝড়।

গতকাল সকালে এসব অঙ্গরাজ্য ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চির বেশি) পুরু বরফের স্তরে ঢাকা ছিল। তুষারপাতে সবচেয়ে নাজুক হয়ে পড়েছে ভার্জিনিয়া। বর্তমানে এ অঙ্গরাজ্যের এক লাখের বেশি গ্রাহক বিদ্যুবিচ্ছীন্ন রয়েছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ যানজট হয়েছে ভার্জিনিয়ায়। গভর্নর রালফ নরথাম বলেন, সমস্যা সমাধানে কাজ করছি। বিশেষ করে বিদ্যুত সমস্যার শিগগির সমাধান আশা করছি।

তবে চালকদের ঘরে থাকার নির্দেশ দেয়া হলেও কেন তারা গাড়ি নিয়ে বের হয়েছেন তা নিয়ে অসন্তুষ্ট গভর্নর।

এছাড়া তুষারপাত ও বন্যার কারণে বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল হয়েছে।

দেশটির আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্য অনুযায়ী, আজও পশ্চিমাঞ্চলে আরও ঝড়বৃষ্টি ও পূর্বাঞ্চলে তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

Share.