মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনার কথা বলেছে ডিবিএ

0

পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারের সংকট আছে জানিয়ে বাজার বড় করতে হলে মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করার সুপারিশ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারা।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসে তারা এ কথা বলেন।

সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে তারা নতুন নেতাদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ডিবিএর সভাপতি রিচার্ড ডি রোজারিও, সিনিয়র সহসভাপতি সাজেদ শামীম, সহসভাপতি মো. সাইফুদ্দিন, সিএমজেএফের নতুন সভাপতি জিয়াউর রহমান, বিদায়ী সভাপতি হাসান ইমাম রুবেল ও বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন বক্তব্য দেন।

সিএমজেএফের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ডিবিএর প্রেসিডেন্ট বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আইনকানুনের সংস্কারসহ নানা ধরনের প্রশংসনীয় কাজ করছে। তবে এসব কাজের ষোলো আনা সুফল পেতে বাজারে ভালো শেয়ারের সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে বিএসইসির পাশাপাশি সব স্টেকহোল্ডারের করণীয় আছে।’

ডিবিএর সিনিয়র সহসভাপতি সাজেদ শামীম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে তারা সিএমজেএফের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

ডিবিএর সহসভাপতি সাইফুদ্দিন বলেন, ‘গ্রামীণফোনের পর বাজারে আলোড়ন সৃষ্টি করার মতো কোনো কোম্পানি আসেনি। বাজারে নতুন গতি সঞ্চারের জন্য ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মেটলাইফসহ বহুজাতিক কোম্পানিগুলোকে এই বাজারে নিয়ে আসার কার্যকর উদ্যোগ জরুরি।’

Share.