প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’।
২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে এসিআরএসএল।
সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রক্রিয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
প্রস্তাবিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভবন ও নির্মাণকাজের জন্য পাঁচ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা, ইলেকট্রিক ইনস্টলেশনের জন্য দুই কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা এবং নতুন প্রকল্প এবং যন্ত্রপাতি অধিগ্রহণের কাজে ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা ব্যয় করবে কোম্পানিটি।
শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে আইপিও ফান্ড ব্যবহারের প্রক্রিয়ায় সংশোধন করতে পারবে কোম্পানিটি।
২০২০ সালে পুঁজিবাজারে আসা এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা টাকা। পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা।
কোম্পানির মোট ১০ কোটি ২৬ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩০ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ২৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে। ♦