২০২২ সালের মে মাসে বন্ধ হচ্ছে অ্যালেক্সা

0

গ্লোবাল ওয়েবসাইট র‍্যাঙ্কিং সিস্টেম ও অ্যানালাইসিস টুল অ্যালেক্সাকে বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। গতকাল এক বার্তায় এমন পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।

অ্যালেক্সা ডটকম গত দুই দশক ধরে অ্যামাজনের সহায়ক কোম্পানি হিসেবে সারা বিশ্বেই ট্রাফিকের ওপর নির্ভর করে ওয়েবসাইটের গ্লোবাল র‍্যাঙ্কিং নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত। অনেক জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি এর অংশীদার।

যদিও একটি স্বাধীন কোম্পানি হিসেবে ১৯৯৬ সালে যাত্রা করে অ্যালেক্সা ইন্টারনেট।

১৯৯৯ সালে অ্যামাজন এ কোম্পানি অধিগ্রহণ করে। অ্যালেক্সার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোয়।

শুধু ওয়েবসাইট র‍্যাঙ্কিংয়ের জন্য নয়, ওয়েবসাইটের কনটেন্টের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও কম্পিটেটর অ্যানালাইসিস টুলসের সব ফিচারই অর্থের বিনিময়ে গ্রাহককে দিয়ে থাকে অ্যালেক্সা।

ডিজিটাল মার্কেটংয়ের ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিসের জন্য এগুলো অপরিহার্য।

অ্যামাজনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ২০২২ সালের মে মাস থেকে তারা আর অ্যালেক্সাকে চালিয়ে নেবে না এবং নতুন কোনো ব্যবহারকারীও এতে যুক্ত হতে পারবে না।

গ্রাহককে দেয়া একটি বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ‌‘২৫ বছর আগে ইন্টারনেটে অ্যালেক্সার যাত্রা হয়। দুই দশক ধরে ডিজিটাল অডিয়েন্স খুঁজে বের করতে, তাদের কাছে পৌঁছাতে এবং নতুন ডিজিটাল অডিয়েন্স তৈরি করতে গ্রাহকদের সহযোগিতা করে আসছে অ্যালেক্সা ডটকম। কিন্তু গ্রাহকদের উন্নত সেবা দেয়ার পরও সম্প্রতি আমরা একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি, ১ মে ২০২২ সাল থেকে অ্যালেক্সা ডটকম বন্ধ করে দিচ্ছি। কনটেন্ট রিসার্চ, অ্যানালাইসিস, কিওয়ার্ড খুঁজে বের করা ও অন্যান্য কাজে এত দিন ধরে আমাদের ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।’

অ্যামাজন ইতিমধ্যে অ্যালেক্সাতে নতুন সাবস্ক্রিপশন বন্ধ করে দিয়েছে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আপাতত অ্যামাজন ডাটা ও এসইও টুলসগুলো ব্যবহার করতে পারবে। তবে এ সেবাগুলোও ২০২২ সালের মে মাস পর্যন্ত চালু থাকবে।

Share.