পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ বারিধারার ডিপ্লোমেটিক জোনে হোটেল ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ভাড়ার ভিত্তিতে এমন হোটেল ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির হোটেলের নাম হবে লা ভিলা ওয়েস্টার্ন, যা সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা পরিচালনা করবে।
প্রস্তাবিত হোটেলের ফ্লোর স্পেস হবে ১৫ হাজার স্কয়ার ফুট।
কোম্পানিটি আরও জানিয়েছে, আট তলাবিশিষ্ট হোটেল ভবনটিতে ২৬টি রুম হবে এবং এতে এক হাজার বর্গফুট ও এক হাজার ৭০০ বর্গফুটের দুটি রেস্টুরেন্ট থাকবে।
হোটেলটি আধুনিকায়ন করতে ও অন্যান্য খরচ বাবদ এক কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে।
নতুন হোটেলের মাধ্যমে বছরে কোম্পানিটির রাজস্ব আসবে আনুমানিক চার কোটি টাকা। ♦