যুক্তরাষ্ট্রে স্কুলে ছাত্রের গুলিতে নিহত তিন, আহত ৮

0

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে তিন শিক্ষার্থী মারা গেছে। আহত হয়েছেন এক শিক্ষকসহ আটজন। ওই স্কুলের এক ছাত্র এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর মিশিগানের ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের অক্সফোর্ড শহরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী।

পুলিশের ধারণা, ওই স্কুলের ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান দিয়ে ১৫ থেকে ২০টি গুলি ছুড়েছে। একাই এ ঘটনা ঘটিয়েছে ওই শিক্ষার্থী। তবে কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ওকল্যান্ড কাউন্টির নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মাইক ম্যাকক্যাবে সাংবাদিকদের জানান, দুপুর ১২টা ৫১ মিনিটে ইমারজেন্সি সার্ভিসে একের পর এক ফোন আসতে থাকে। কয়েক মিনিটের মধ্যে ৯১১টি ফোন আসে।

কর্তৃপক্ষ বলছে, পুলিশ ডাকার পাঁচ মিনিট পর আত্মসমর্পণ করে সন্দেহভাজন হামলাকারী। সে স্কুলের দ্বিতীয় বর্ষের ছেলে শিক্ষার্থী।

ম্যাককাবে বলেন, কোনো সমস্যা ছাড়াই হামলাকারী আত্মসমর্পণ করে। ধারণা করা হচ্ছে গুলি শুরু করার আগে সে ক্লাসে উপস্থিত ছিলেন।

একজন পুলিশ অফিসার বলেন, ওই হামলাকারীকে আটক করতে কোনো সমস্যা হয়নি। নতুন করে কোনো গুলির ঘটনা ঘটেনি। হামলাকারীরও কিছু হয়নি।

ঘটনার পরপর স্কুলটি খালি করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ স্কুলের আনাচে-কানাচে তিনবার তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, আরও কেউ আহত বা নিহত হয়ে পড়ে রয়েছে কি না।

গুলিতে আহতদের মধ্যে দুজনের অস্ত্রপচার হয়েছে। বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল।

সংবাদ সম্মেলনে কাউন্টির নিরাপত্তাবাহিনীর মুখপাত্র ম্যাকক্যাবে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলছে না। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছে না।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে হয়তো তার মা-বাবা বলেছে, পুলিশকে কিছু না বলতে। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর বাড়িতেও অভিযান চালানো হয়েছে।

Share.