পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর করপোরেট পরিচালক বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, এই পরিচালক কোম্পানির তিন কোটি শেয়ার কিনবেন। বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
সূত্রমতে, সোমবারের (২৩ নভেম্বর) বাজারমূল্যের হিসাবে উল্লিখিত পরিমাণ শেয়ারের বাজারমূল্য প্রায় ৫২৫ কোটি টাকা।
গতকাল ডিএসইতে বেলা ১১টা ৩০ পর্যন্ত লেনদেনে বেক্সিমকো লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের দর আগের কার্যদিবসের চেয়ে এক টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৯০ পয়সা।
এদিকে শেয়ার দর বাড়ার পাশাপাশি বেক্সিমকো লিমিটেডের আয় ও নিট মুনাফায়ও উল্লম্ফন লক্ষ করা গেছে।
২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল মাত্র ৫১ পয়সা। সেখানে ২০২০-২১ হিসাব বছরে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৫৩ পয়সা।
লভ্যাংশও এক বছরের ব্যবধানে ৫ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। চলতি প্রথম প্রান্তিকে বেক্সিমকো লিমিটেডের আয় ও মুনাফা আরও বেড়েছে।
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির পণ্য বিক্রি বেড়েছে প্রায় ১৭০ শতাংশ। প্রথম প্রান্তিকে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬০ কোটি টাকা। এতে চলতি প্রথম প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।
বেক্সিমকো
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বেক্সিমকো। ♦