এসিআইয়ের সহযোগিতায় পালিত হলো বিশ্ব সিওপিডি দিবস

0

আজ বিশ্ব সিওপিডি দিবস। বিশ্বব্যাপী এ দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বর্তমান কোভিড-১৯ মহামারীর মাঝে সীমিত আকারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে “দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (সিএইএবি) ও বাংলাদেশ এসােসিয়েশন ফর ব্রংকোলজি অ্যান্ড ইন্টারভেনশনাল পালমােলজির (বিএবিআইপি) যৌথ উদ্যোগে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় অ্যাজমা সেন্টার ভবনের ডা. নারায়ণ চন্দ্র নিতাই অডিটোরিয়ামে একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বৈজ্ঞানিক নিবন্ধ COPD perspectives and update management উপস্থাপন করেন ডা. মাে. মােস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রেসপিরেটরী মেডিসিন।

সভায় সভাপতিত্ব করেন সিএইএবির সভাপতি ও বিএবিআইপির চেয়ারম্যান অধ্যাপক ডা. মির্জা মােহাম্মদ হিরণ।

বক্তব্য দেন বিএবিআইপির মহাসচিব ও বক্ষব্যাধির বর্তমান পরিচালক ডা. মাে. সাইদুল ইসলাম ও সিএইচএবির মহাসচিব ও রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মাে. আবু রায়হান।

আরও বক্তব্য দেন সিএইচএবির সহ-সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হােসেন, অধ্যাপক ডা. মাে. আব্দুর রউফ, ডা. এস এম আব্দুর রাজ্জাক, ডা. মাে. খায়রুল আনাম, ডা. নিহার রণজন সাহা, ডা. বিপুল কান্তি বিশ্বাস প্রমুখ।

সভায় ফুসফুসের রােগ “সিওপিডি” প্রতিরােধ ও প্রতিকার বিষয়ক দিক নির্দেশনা ও করণীয় সম্পর্কে অবহিত করা হয়।

কর্মশালায় সার্বিক সহযােগীতা করে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Share.