শিশুদের জন্য টিকা বাধ্যতামূলক করছে কোস্টারিকা

0

বিশ্বে প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য কোভিড-১৯ টিকা বাধ্যতামূলক করছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের জন্য সাধারণ যে টিকাগুলো দেয়া হয় সেই তালিকায় এবার যোগ হবে করোনার টিকা।

কোস্টারিকা এরই মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার জন্য ফাইজার-বায়ো এনটেকের সঙ্গে চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, দেশটিতে ৩৫ লাখ ডোজ সরবরাহ করবে ফাইজার, যার ১৫ লাখ ডোজ সংরক্ষিত থাকবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য।

আগামী বছর মার্চ থেকে এ টিকা কার্যক্রম শুরুর কথা রয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৫৫ শতাংশ মানুষকে করোনার টিকার পূর্ণ ডোজ দেয়া হয়েছে। আর ১২ থেকে ১৯ বছর বয়সীদের ৭০ ভাগকে এক ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টারিকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Share.