ফেসবুক তিন মাসে ৯০০ কোটি ডলার আয় করেছে

0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে ৯ বিলিয়ন ডলার মুনাফা করেছে। গত বছর একই সময় ফেসবুকের মুনাফা ছিল ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ফেসবুক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে মাধ্যমটির মাসিক ব্যবহারকারীর হার ৬ শতাংশ অর্থাৎ ২ দশমিক ৯১ বিলিয়ন বেড়েছে।

অবশ্য গত কয়েক মাসে ফেসবুকের আয় বাড়লেও অ্যাপলের গোপনীয়তা নীতির কারণে এর রাজস্ব কিছুটা কমেছে।

অ্যাপলের আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে সম্প্রতি গোপনীয়তা নীতি হালনাগাদ করা হয়। এতে নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন দিতে বেশ কয়েকটি ব্র্যান্ডের পক্ষে কঠিন হয়ে পড়েছে। নতুন এ নীতির প্রভাব ফেসবুকেও পড়েছে।

এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, বছরের শেষ তিন মাসেও অ্যাপলের গোপনীয়তা নীতির ফলে ডিজিটাল ব্যবসায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। তবে ওই পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে সামঞ্জস্য করা হবে।

উপরন্তু অভ্যন্তরীণ ডেটা ফাস বিষয়ক কেলেঙ্কারির মুখে পড়লেও তারা বছরের তৃতীয় চতুর্থাংশে লাভ করেছে ৯০০ কোটি ডলার।

উল্লেখ্য, ফেডারেল ট্রেড কমিশনসহ বিশ্বের বিভিন্ন স্থানের আইনপ্রয়োগকারী ও নিয়ন্ত্রকদের রোষানলে রয়েছে ফেসবুক। হুইসেলব্লোয়ার হিসেবে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম ফেসবুকের বিরুদ্ধে তার অভ্যন্তরীণ ডকুমেন্টস প্রকাশ করে। এ কারণে একের পর এক চাপ আসতে থাকে ফেসবুকের বিরুদ্ধে।

Share.