আজ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। টুর্নামেন্টের সূচি প্রকাশের সময় আইসিসি জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশ সুপার টুয়েলভে গেলে ‘বি১’ বা ‘গ্রুপ চ্যাম্পিয়ন’ হিসেবে যাবে।
তবে প্রথম পর্বের মাঝপথে আইসিসি বলেছে, গ্রুপে যে দলের যেমন অবস্থান, পরের পর্বের সূচি হবে সে অনুযায়ী।
গতকাল শেষ ম্যাচে ওমানকে হারিয়ে তিন ম্যাচ জেতা স্কটল্যান্ড সুপার টুয়েলভে যাচ্ছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে।
এর আগে পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করা বাংলাদেশ হয়েছে ‘বি’ গ্রুপের রানার্স-আপ।
এখন সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ ১-এ। সেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, রানার্স-আপ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন দল।
সর্বশেষ দলটি শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনা, খাতা-কলমে নিশ্চিত না হলেও রান-রেটের হিসাবে এ গ্রুপে বেশ এগিয়ে তারা।
গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়নের সঙ্গে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম খেলা আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) শারজায়।
সুপার টুয়েলভে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ ৪ নভেম্বর, দুবাইয়ে।
গ্রুপ ২-এ থাকলে বাংলাদেশের মাত্র একটা ম্যাচ হতো দিনে। তবে গ্রুপ ১-এ চলে আসায় বাংলাদেশের সব ম্যাচই এখন শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এ পর্বে বাংলাদেশের দুটি করে ম্যাচ শারজা ও আবুধাবিতে।
দুবাইয়ে হবে একটি ম্যাচ।
সুপার টুয়েলভে ২৪ অক্টোবর বাংলাদেশ শারজায় এ ‘১’ এর সঙ্গে খেলবে (শ্রীলঙ্কা হতে যাচ্ছে)।
২৭ অক্টোবর আবুধাবিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, ২৯ অক্টোবর শারজায় ওয়েস্ট ইন্ডিজ, ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ♦