সঠিক নিয়মে হাত ধোয়া হয় না দেশের ৬০ শতাংশ মানুষের

0

কোভিড-১৯ মহামারির মধ্যে যখন সংক্রমণ এড়াতে হাত ধোয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে, তখন দেশের ৬০ শতাংশ মানুষের সঠিকভাবে হাত ধোয়া হয় না বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্যাভলন এ সমীক্ষা চালিয়েছে।

ভার্চুয়ালি চালানো এ সমীক্ষার নাম তারা দিয়েছে সোশ্যাল এক্সপেরিমেন্ট।

পরিচ্ছন্নতার মাধ্যমে রোগমুক্ত থাকায় মানুষকে সচেতন করে তুলতে ১৫ অক্টোবর পালিত হয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। এর মধ্যে গত বছর বিশ্বে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সংক্রমণ এড়াতে কিছু সময় পরপর ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠেছে কি না, তা জানতে সমীক্ষা চালায় স্যাভলন।

সমীক্ষার ফল জানিয়ে স্যাভলন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অনলাইন এ গেমটিতে (হাত ধোয়া) মোট ৫৩ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এর মধ্য থেকে ৪০ শতাংশ মানুষ কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিকভাবে হাত পরিষ্কার করেছিল। বাকি ৬০ শতাংশ মানুষ ২০ সেকেন্ডের কম, অর্থাৎ সঠিক নিয়মানুযায়ী হাত পরিষ্কার করতে সক্ষম হয়নি। এ থেকেই আমরা বুঝতে পারি, কঠিন এই সময়েও আমরা কতটা অসচেতন।’

অ্যান্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলন আহ্বান জানিয়েছে, ‘আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।’

Share.