প্রি-শিপমেন্ট ঋণ তহবিলের মেয়াদ তিন বছর

0

পণ্য রফতানিতে নিয়োজিত ব্যবসায়ীরা আরও সুবিধা নিল বাংলাদেশ ব্যাংক থেকে। রফতানিতে অর্থ যোগান দিতে বিশেষ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল।

আপতকালীন হিসেবে এ তহবিলের মেয়াদ ছিল এক বছর।
ব্যবসায়ীদের দাবিতে তহবিলের মেয়াদ তিন বছরে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহককে তহবিলের মেয়াদকাল তিন বছরে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে।

গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাইহোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস) মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে, যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উলে­খ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০২০ সালের ১৩ এপ্রিল প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা করার মাধ্যমে রপ্তানি কার্যক্রম অব্যাহত এবং অর্থনীতিতে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেয়। তিন বছর মেয়াদি প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের গ্রাহক পর্যায়ে সুদহার সর্বোচ্চ পাঁচ শতাংশ।

অংশগ্রহণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

Share.