অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আসছে লঙ্কান যুব দল

0

কোভিড-১৯’এর কারণে বেশ কয়েক দিন মাঠের বাইরে থাকার পর অনূর্ধ্ব ১৯ দলকে ব্যস্ত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজ মাত্র শেষ করেছে জুনিয়র টাইগাররা। এবার আসছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তাদের যুব দল।

ম্যাচের ভেন্যু নিয়ে নিশ্চিত করে কিছু না জানালেও, এসএলসি জানায় সাত অক্টোবর বাংলাদেশে আসবে লঙ্কান অনূর্ধ্ব ১৯ দল।

কোয়ারেন্টিন ও অনুশীলন পর্ব শেষে ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে সিরিজ। ওইদিন হবে প্রথম ম্যাচ।

পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর।

সিরিজটিকে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে শ্রীলঙ্কা দল। এক বার্তায় এমনটা জানান তাদের হেড কোচ আভিস্কা গুনাওয়ার্দেনা।

তিনি বলেন, ‘সিরিজটি অনেক দিন পর ছেলেদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার একটা সুযোগ। ২০২২ যুব বিশ্বকাপ খেলার জন্য আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে পেতেও এই ম্যাচগুলো আমাদের সাহায্য করবে।’

কলম্বোতে এরই মধ্যে আবাসিক ক্যাম্পে প্রস্তুতি শুরু করেছে লঙ্কানরা। দলের সঙ্গে গুনাওয়ার্দেনে ছাড়াও আছেন ফিল্ডিং কোচ উপুল চন্দনা, স্পিন কোচ সাচিথ পাথিরানা, পেস বোলিং কোচ চামিলা গামাগে ও ব্যাটিং কোচ দাম্মিকা সুদর্শনা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ বাংলাদেশ খেলেছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লঙ্কানদের বিপক্ষে সিরিজটিও ওই ভেন্যুতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share.