বাফুফেকে সোয়া ৪ কোটি টাকা দিচ্ছে ফিফা

0

খেলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে ঘরবন্দী মানুষ। বন্ধ খেলার মাঠও। এ কারণে আয়ও বন্ধ। বিপাকে রয়েছে বিশ্বের ক্রীড়া ফেডারেশনগুলো। সমস্যায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বস্তির খবর শুনিয়েছেন বাফুফে কর্তাদের। ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্যের ঘোষণা দিলেন ইনফান্তিনো। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান। ফিফার করোনার তহবিল থেকে অর্থ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের অ্যাকাউন্টে জমা হবে ফিফার পাঁচ লাখ ডলারের অনুদান। বাংলাদেশি অর্থ মূল্যে যা সোয়া চার কোটি টাকা। করোনাভাইরাসের সংক্রমণের এই সময় সুখবর পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফার সদস্য মোট ২১১ সদস্যকে এ সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আরও কিছু সুবিধা পাচ্ছে বাফুফে।

সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ফিফা সদস্যভুক্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি অবশ্যই সদস্যভুক্ত দেশগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ। এ অবস্থায় ফিফার একটি ই-মেইল পেয়েছি। সেই চিঠিতে অর্থ সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ রয়েছে। আশা করছি শিগগির আনুষ্ঠানিক বার্তা পেয়ে যাবো আমরা।’

যদিও ফিফার এই করোনা অনুদান থেকে প্রাপ্ত টাকা কোথায় ব্যয় হবে তা নিশ্চিত হতে পারেনি বাফুফে। কোনো গাইডলাইন না থাকলে নির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘ সময়ের জন্য ফুটবলের পেছনে এ অর্থ ব্যয় করা হবে।

Share.