নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন পরীমনি। ওয়েব ফিল্মের নাম গুনিন। এটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম।
গতকাল শুক্রবার রাতে পরীমনির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুনিনের শুটিং শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে।’
পরীমনির নামে হওয়া মাদক মামলার হাজিরার তারিখ রয়েছে শুটিং শুরুর দিন ১০ অক্টোবর । হাজিরা শেষ করে শুটিংয়ে অংশ নেবেন পরীমনি।
বোট ক্লাব বিতর্ক ও মাদক মামলায় কারাভোগের পর গুনিনের শুটিং দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পরীমনি।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এ ওয়েব সিনেমাটি। এতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন পরীমনি।
এতে অভিনয় করবেন ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার ও দিলারা জামানসহ অনেকে।
এর আগে গুনিনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে সিডিউল মিলাতে পারছিলেন না বলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। ♦