আজ মাতৃহারা হলেন অক্ষয় কুমার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার মা অরুণা ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় মায়ের চির বিদায়ের খবর আজ জানালেন বলিউডের খিলাড়ি।
সকালে তিনি টুইট করেন, “উনি আমার জীবনের সবটুকু ছিলেন। ভিতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে। আজ সকালে আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে পরলোক গমন করলেন। পরলোকে আবার বাবার সঙ্গে মিলিত হলেন। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। সেই সময় আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।”
অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে হীরানন্দনী হাসপাতালে ভর্তি ছিলেন অরুণাদেবী। পরে তাকে নেয়া হয় আইসিইউতে। ইংল্যান্ডে মিশন সিন্ড্রেলার শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। তবে গত সোমবার মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সেখান থেকে মুম্বাই ছুটে আসেন তিনি।
গতকাল মঙ্গলবারও টুইটারে অক্ষয় জানিয়েছিলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি ও তার পরিবার। অনুরাগীদের প্রার্থনার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছিলেন।
বছর কয়েক আগে মায়ের প্রসঙ্গে আবেগপ্রবণ অক্ষয় বলেছিলেন, “আমার আর মায়ের সম্পর্কটা খুবই শক্তপক্ত। আবার একই সাথে নরম। আমাদের মধ্যে কিচ্ছু আসে না। কোনও দূরত্বই আমাদের একে অপরের খোঁজখবর নেওয়া আটকাতে পারবে না। মা ছাড়া নিজেকে ভাবতেই পারি না।”
তার সিনেমা বেল বটমে মা-র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখানো হয়। তবে সেটা ছিল রিল লাইফের গল্প। রিয়েল লাইফেও মা এর প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা ও তার পরিবার। ♦