বনশ্রীতে এনআরবি ব্যাংকের উপ-শাখা

0

নআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ গত বুধবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এ সময় ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব ওলি আহাদ চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআরবি ব্যাংক লিমিটেড
চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি যাত্রা করে ২০১৩ সালের ৪ আগস্ট। পরের বছর ই-ব্যাংকিং কার্যক্রম শুরু করে। একই বছর এসএমই ব্যাংকিং, ভিসা ইএমভি ডেবিট কার্ড ও ভিসা ক্রেডিট কার্ড চালু করে।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান।

Share.