টিএমএসএসকে আর্থিক অনুদান দিল ইউসিবি

0

বিশেষ করপোরেট সামাজিক কার্যক্রমের আওতায় আজ (১ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ৫০,০০,০০০ (পঞ্চাশ লাখ) টাকার চেক দিয়েছে।

ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী টিএমএসএসের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের কাছে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএসসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউিসিবি)
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক এটি। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে চলেছে ব্যাংকটি।

Share.