ঈদ সালামি অফারের বিজয়ী পেলেন ২০০% ফ্রি অফার

0

কোভিড-১৯ মহামারীতে গ্রাহকদের কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহায় মিনিস্টার গ্রুপের দেয়া ঈদ সালামি অফারের প্রথম বিজয়ী হলেন ঢাকার ডেমরার মো. বাবুল মিয়া। এ অফারে রয়েছে ২০০% পর্যন্ত ফ্রি ডিসকাউন্ট অফারসহ মিনিস্টারের পসব পণ্য কিনে সর্বোচ্চ নগদ ১ লাখ টাকা জেতার সুযোগ।

এছাড়া প্রতিটি পণ্য কেনায় অন্যান্য নিশ্চিত পুরস্কার তো রয়েছেই। দেশব্যাপী অনলাইন ও শো-রুমগুলোয় এ অফার এখনো চলমান রয়েছে।

এ অফারের বিজয়ী গ্রাহক বাবুল মিয়া মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডেমরা শো-রুম থেকে এম-৩৫৫ মডেলের একটি ফ্রিজ কিনে ঈদ সালামি অফারে ২০০% অর্থাৎ আরও দুটি সমমূল্যের ফ্রিজ উপহার পেলেন।

এ সময় বাবুল মিয়া উচ্ছ্বসিত হয়ে বলেন, “ভাবতেও পারি নাই এই রকম উপহার পাবো, অনেক খুশী হইছি। মিনিস্টার থেকে আমি সব সময়ই কেনাকাটা করি। উনাদের অনেক অফার দেখি, এই প্রথম পাইলাম। খুব ভালো লাগছে।”

গতকাল তার হাতে উপহারগুলো তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের কর্মকর্তারা।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ministerbd.net এ ঠিকানায় কিংবা কল করতে পারেন ০৯৬০৬৭০০৭০০ এ নম্বরে।

Share.