সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ হল। আজ প্রায় সব খাতের শেয়ারের দর সংশোধন হতে দেখা গেছে। এর জের ধরে দিন শেষে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়ালফান্ডের ইউনিটদর।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়ালফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ১৩১টির। ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর হ্রাস পায়। ২৯টির দর অপরিবর্তিত ছিল।
আজ বিক্রয় চাপ থাকায় প্রায় সব খাতের শেয়ার ও ইউনিটদর কমেছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বেশ কয়েক দিন ধরে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর বৃদ্ধি উল্লেখ করেছেন। এ কারণে বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। আজ তারা বিক্রেতার ভূমিকায় ছিলেন।
আজ শীর্ষে ছিল আর্থিক খাত। লেনদেনে এ খাতের অবদান ছিল ১৭ শতাংশ। পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। এছাড়া বিবিধ, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক ও মিউচুয়ালফান্ড উলেখযোগ্যহারে অবদান রাখে। ♦