ওয়াহিদ ইবনে রেজার নাম প্রায়ই শোনা যায় হলিউডের নামকরা সিনেমার সঙ্গে। ওয়াহিদের কাজ করা সিনেমাগুলোর মধ্যে ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টুম্ব, ফিউরিয়াস সেভেন ও ফিফটি শেডস অব গ্রে অন্যতম।
তার কাজ করা সিনেমার তালিকায় যুক্ত হলো আরও একটি জনপ্রিয় নাম। ওয়াহিদ এবার কাজ করেছেন স্পাইডার-ম্যান সিনেমার মুক্তি প্রতীক্ষিত সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম এ।
সিনেমাটি মুক্তি পাবে ১৭ ডিসেম্বর। জন ওয়াটস পরিচালিত সিনেমাটিতে তৃতীয়বারের মতো স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, তার বিপরীতে রয়েছেন জেনডায়া।
সিনেমার ট্রেলার শেয়ার করে এক ফেসবুক পোস্টে ওয়াহিদ জানান, গত তিন মাস ধরে এ সিনেমার কাজে যুক্ত আছেন তিনি।
ওয়াহিদ লেখেন, ‘আমি বরাবরই স্পাইডার-ম্যানের ভক্ত। ভক্ত হওয়ার কারণ শুধু এ জন্য নয় যে, স্পাইডার-ম্যানই প্রথম সুপারহিরো কমিক, যেটা আমি পড়েছিলাম বা স্পাইডার-ম্যানের থিম সং ভীষণ রকম আকর্ষণীয় ছিল।’
অ্যানিমেশন সিনেমা অ্যাংরি বার্ডস টু-তেও কাজ করেছেন ওয়াহিদ। কাজ করেছেন বিশ্বখ্যাত প্রযোজনা সংস্থা সনি পিকচার্স স্টুডিওর সহ-প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজওয়ার্কসেও।
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে অস্কার মনোনয়ন পায় ওয়াহিদ ইবনে রেজার কাজ করা গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম-২ সিনেমাটি। এর আগে তার কাজ করা ছবি ডক্টর স্ট্রেইঞ্জ অস্কারে মনোনয়ন পেয়েছিল।
নেটফ্লিক্সের কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন ওয়াহিদ। তিনি থাকেন কানাডার ভ্যানকুভারে।
মুক্তিযুদ্ধভিত্তিক অ্যানিমেশন চলচ্চিত্র ‘সারভাইভিং-৭১’ নির্মাণ করেছেন ওয়াহিদ। ♦