মিনিস্টারের হিউম্যান কেয়ার পণ্যের সঙ্গে রেফ্রিজারেটর

0

হিউম্যান কেয়ার ডিভিশনের দুই মাস ব্যাপি একটি প্রোগ্রাম চালু করেছে মিনিস্টার গ্রুপ। এ প্রোগ্রামের আওতায় দুই মাসের মধ্যে দুই লাখ টাকার বেশি হিউম্যান কেয়ার পণ্য কিনলে যেকোনো দোকানদার বা রিটেইলার পাবেন ১৭০ মডেলের ডীপ ফ্রিজ কিংবা ১৬৫ মডেলের একটা রেফ্রিজারেটর।

মিনিস্টারের চালু হওয়া এ প্রোগ্রামে জুলাইয়ে সেরা দোকানদার নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ফুলপট্টি এলাকার হাজী শরীয়তউল্লাহ স্টোর, নারায়ণগঞ্জের মায়ের দোয়া ষ্টোর ও আলম ব্রাদার্স।

রয়েছে সাভারের কয়েকটি ষ্টোর। যেমন ভাতিজা জেনারেল ষ্টোর, বিগ বাজার জেনারেল ষ্টোর ও আশুলিয়ার বিসমিল্লাহ্‌ জেনারেল ষ্টোর।

বরিশাল সদর উপজেলায় রয়েছে খোকন শরীফ ষ্টোর, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোস্তফা ষ্টোর।

কুষ্টিয়ার ভেড়ামারায় রয়েছে, নয়ন ট্রেডার্স ও ধামুরচাকলার পীরগাছায় রয়েছে লিজা জেনারেল ষ্টোর এবং কালিয়াকৈর উপজেলায় রুপা জেনারেল ষ্টোর।

এ বিষয়ে মিনিস্টার গ্রুপের এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং হাফিজুল করিম বলেন, “ইতোমধ্যে রুপা জেনারেল ষ্টোরে আমরা ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি প্রদান করেছি। এলইডি টিভির এই প্রোগ্রামটা আমাদের দেড় লক্ষ টাকার উপরে ছিল। এই প্রোগ্রামটা আমাদের এখনও চলমান রয়েছে। এখনো যদি কোন পার্টি একই ইনভয়েসে বা পার্ট বাই পার্ট নিয়েও দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকার হিউম্যান কেয়ার প্রোডাক্ট ক্রয় করে তাহলে সেও আমাদের এই প্রোগ্রামের আওতায় আসবে। তাছাড়া ইতোমধ্যে আমরা আমাদের এই প্রোগ্রামের গিফটটি দোকানদারদের মধ্যে বুঝিয়ে দিয়েছি।”

Share.