৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দুপুর ১২টায় ঢাকায় পৌঁছায় ব্ল্যাকক্যাপস।
কভিড-১৯ পরীক্ষা করানোর পর হোটেলের বায়ো বাবলে প্রবেশ করবে পুরো স্কোয়াড। সেখানে তিন দিন রুম কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করবে সফরকারীরা।
নিউজিল্যান্ড থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা ও বায়ো বাবল ব্যবস্থা নিশ্চিত করতে ১৭ আগস্ট প্রথম ও ২০ আগস্ট দ্বিতীয় পর্যবেক্ষক ঢাকায় আসেন। তারা এত দিন হোটেলের রুম কোয়ারেন্টিনে ছিলেন।
গতকাল সোমবার তাদের কাছে হোটেল ও বায়ো বাবলের অন্যান্য ব্যবস্থা হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দলের বাকি সদস্য আসার চার দিন আগে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। শুক্রবার সকালে ঢাকায় আসেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন।
ইংল্যান্ডে দ্য হান্ড্রেডস টুর্নামেন্ট খেলে নিউজিল্যান্ডে না ফিরে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় এসেছেন এই দুই ক্রিকেটার। এসে তিন দিনের রুম কোয়ারেন্টিনে ছিলেন তারা।
১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৪টি ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মতো এই খেলাগুলোও হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে ম্যাচ। ♦