ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে বিক্ষুদ্ধ গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
সম্প্রতি ই-অরেঞ্জের সঙ্গে মাশরাফির চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একদল বিক্ষুব্ধ গ্রাহক সোমবার রাতে ভিড় করতে থাকেন রাজধানীর মিরপুরে মাশরাফির বাড়ির সামনে। এক পর্যায়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন সাবেক এই তারকা ক্রিকেটার।
সেখানে উপস্থিত সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘ই-অরেঞ্জের সঙ্গে আমার ছয় মাসের চুক্তি ছিল। সেটা শেষ হয়েছে। আমি এখন এর সঙ্গে নেই। তবু গ্রাহকরা যেখান থেকে বলছে, তাদের পাশেই আমাকে থাকতে হবে। এটার তো আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই। তবু সাধারণ মানুষের কারণে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের পাশে দাঁড়াব।’
বিষয়টি নিয়ে সোমবার দুপুর থেকে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বলে জানান মাশরাফি। বলেন, ‘দুপুর থেকে আমি চেষ্টা করছি। মালিকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছে, উনাদের মালিকানা পরিবর্তন হয়েছে। ১৯ তারিখ থেকে ডেলেভারি দেয়া শুরু করবে। এরপর তো আর বেশি কিছু বলার থাকে না।’
এর আগে এসপিসি নামে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গত জুনে সমালোচনার মুখে পড়েন নড়াইলের এই সংসদ সদস্য। ♦