বাড়ি ফিরতে বাস সুবিধা পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

0

পরীক্ষা দিতে এসে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বাস সুবিধা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শিক্ষার্থীকে বাড়ী পৌছে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি।

গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষে বাড়ি পৌছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দপ্তরে সরাসরি জানায়নি কেউ। তবু আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনা করে দুই একদিনের মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে রয়েছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চান এমন শিক্ষার্থীদের প্রক্টর দপ্তরে সশরীরে এসে কোথায় বাড়িসহ তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পর শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে।

তিনি আরও বলেন, গ্রামে গ্রামে পৌছে দেয়া সম্ভব নয়। তবে আশা করছি ঈদের আগে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন বিভাগগুলোর শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বাড়ানোয় সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফিরতে রাবির বাস সুবিধার দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

Share.