পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। মূলত পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ সময়ে এক মাস সিয়াম সাধনা করবেন মুসলিমরা। বিশ্ব মুসলিমের পবিত্রতম স্থান সৌদি আরবের মসজিদুল হারামে ওমরাহ পালনের সর্বোচ্চ মৌসুম হিসেবে ধরা হয় এ মাসকে। অর্থাৎ রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালনে পবিত্র মসজিদুল হারামে সমবেত হন।
সৌদি আরব কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।
সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে কাউকে দুই বা ততধিকবার ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।
মন্ত্রণালয় আরও বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদি আরবের গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
সৌদি আরবে হজ ও ওমরাহ পালন সহজ করতে নুসুক নামে একটি অ্যাপ চালু করেছে দেশটির সরকার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে নুসুক অ্যাপও আপডেট করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো ব্যক্ত যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য নুসুকে রেজিস্ট্রেশনের চেষ্টা করেন সে ক্ষেত্রে নুসুক অ্যাপ তাকে বাধা দেবে অর্থাৎ তার রেজিস্ট্রেশন হবে না।
এদিকে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত মাসে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ করা অবৈধ। যে বা যারা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হজযাত্রীদের পরিবহন করবেন, তাদেরও ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হবে। ♦