অকশন ফর অ্যাকশন নামের একটি প্রতিষ্ঠান নিলামের সার্বিক দায়িত্বে থাকবে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সরাসরি পরিচালনা করা হবে নিলাম। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের জার্সি কিনতে চাইলে, আপনিও অংশগ্রহণ করতে পারেন। জার্সি বিক্রির টাকা দান করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে. দুস্থদের সাহায্যে।
প্রথমে শোনা গিয়েছিল ১৯৯৫ সালে মিয়ানমার চারজাতি ফুটবলে শিরোপাবিজয়ী বাংলাদেশ দলের হয়ে মুন্না যে জার্সিটি পরে খেলেছিলেন সেটি নিলামে উঠবে, দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপাজয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ তারকা। কিন্তু সে জার্সিটি খুঁজে না পাওয়ায় দেশের ফুটবলের আরেকটি ঐতিহাসিক জার্সি নিলামে তোলা হচ্ছে। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে শিরোপাজয়ী বাংলাদেশ লাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুন্না। সে টুর্নামেন্টে তাঁর পরে খেলা ‘২’ নম্বর জার্সিটিই নিলামে উঠবে।
৯ মে মোনেম মুন্নার জার্সির সঙ্গে নিলামে তোলা হবে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সিটিও। ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল তৈয়ব পরিচালনা করেছিলেন এ জার্সিটি পরে। ♦