৬৬ দিন পর লেনদেন শুরু, উত্থানে সূচক

0

রোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিন বন্ধের পর কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরু হওয়ার পরপরই সূচকের উত্থান লক্ষ করা গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পর তার সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেওয়া হয়। সে হিসেবে পুঁজিবাজারে সর্বশেষ লেনদেন হয়েছিল ২৫ মার্চ। এরপর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ থাকে। এরই মধ্যে বিনিয়োগকারীদের পক্ষ থেকে লেনদেন চালুর দাবি জানানো হয়। পরে গত বৃহস্পতিবার লেনদেন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

লেনদেনের প্রথম এক ঘণ্টায় অর্থাৎ, বেলা সাড়ে ১১টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৩ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৪টির। অপরিবর্তিত আছে ১৬০টির দর।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচকটি (সিএএসপিআই) এক ঘণ্টায় বেড়েছে ১৩৬ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ১ কোটি টাকা। আজ পুঁজিবাজারে লেনদেন হয়েছে বেলা দেড়টা পর্যন্ত।

দিন শেষে ডিএসইতে ১৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস ২৫ মার্চের চেয়ে ২০৪ কোটি ৮৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১৩ লাখ টাকার।

ডিএসইতে এদিন ৩৩২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির বা ১৮ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ২২ শতাংশের এবং ১৯৫টির বা ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক বেড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৯ পয়েন্টে।

সিএসইতে এদিন ১০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ২৪টির আর ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৩ কোটি ৩৫ লাভ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share.