পুঁজিবাজার ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সারা বিশ্বের পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। গত কয়েক বছর ধরে দেশের পুঁজিবাজারে ধারাবাহিক মন্দা পরিস্থিতি বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় বিদায়ী বছরে ব্যাংক খাতের তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে গিয়েছিল।
তবে চলতি বছরের জানুয়ারি থেকেই তালিকাভুক্ত ব্যাংকগুলোতে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। দীর্ঘ মন্দা পরিস্থিতি বিরাজের পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
গত ১০ ফেব্রুয়ারি প্রতিটি তফসিলি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সর্বোচ্চ ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে পারবে বলে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে ৫৯টি তফসিলি ব্যাংকের পুঁজিবাজারে বিদ্যমান বিনিয়োগের বাইরেও আরো সর্বোচ্চ ১১ হাজার ৮০০ কোটি টাকা নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। পুঁজিবাজারের ব্যাংকসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩০টি। চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। ডিএসইতে এ খাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৮টিতে বা ৬০ শতাংশ, বিনিয়োগ কমেছে ১০টিতে বা ৩৩ শতাংশ এবং বিনিয়োগ স্থিতিশীল রয়েছে ২টিতে বা ৭ শতাংশ। সে হিসেবে চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বাড়েছে।
এর আগে জানুয়ারিতে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছিল ১৩টি ব্যাংকে, কমেছে ১৩টি ব্যাংকে ও অপরিবর্তিত রয়েছে ২টি ব্যাংকে।