৫৪৪ দিন পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

0

কোভিড-১৯’এর কারণে দেড় বছর অর্থাৎ ৫৪৪ দিন বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। নানা বিতর্কের পর অবশেষে আগামীকাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। যদিও করোনা সংক্রমনের উৎকণ্ঠা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে যেসব দেশে কোভিড-১৯ অতি সংক্রমণের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেছে, তাদের মধ্যে সংক্রমনের হার বেড়েছে অস্বাভাবিক হারে।

এসবের মধ্যে দিয়েই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার সংবাদে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা প্রস্তুতি নেয়া শুরু করেছেন। নতুন পোশাক তৈরি, বিদ্যালয় ভবন ধুয়ে মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই।

সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস শুরু হবে। প্রথম দিকে শুধু চলতি বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে এক দিন করে হবে।

এদিকে প্রাক্-প্রাথমিক স্তরের (শিশু শ্রেণি, নার্সারি, কেজি প্রভৃতি) শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না
শিক্ষকরা স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধিসংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করবেন। প্রতিদিন ঢোকার সময় শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা থেকে শুরু কোনো উপসর্গ আছে কি না, তা যাচাই করবেন। মাস্ক পরা ছাড়া কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকবে না। মাস্কের ক্ষেত্রে কম বয়সী শিশুদের বিষয়ে শিক্ষকরা খেয়াল রাখবেন, যাতে তাদের কোনো অসুবিধা হয় কি না।

প্রাথমিকের ক্লাস রুটিন
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথমিক বিদ্যালয়ে ক্লাশ শুরু হবে। ক্লাসে প্রথম ১০ মিনিট কভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর ৯টা ৪০ মিনিটে পাঠদান শুরু হবে। পাঁচ মিনিট পরপর পর্যায়ক্রমে দিনে তিনটি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে। সর্বোচ্চ দুইটি শ্রেণির পাঠদান অনুষ্ঠিত হবে প্রতিদিন। শ্রেণি কার্যক্রম চলবে প্রতিদিন তিন ঘণ্টা। দিনের শ্রেণি কার্যক্রম শেষ হবে প্রতিদিন বেলা ১২টা ৫ মিনিটে।

১২ সেপ্টেম্বর প্রথম দিন রবিবার পঞ্চম শ্রেণির গণিত ক্লাস ৯টা ৪০ মিনিটে শুরু হবে। তার আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট পর্যন্ত কভিড-১৯ সচেতনতা বিষয়ে অবগত করবেন শ্রেণি শিক্ষক।

গণিত ক্লাস ১০টা ২৫ মিনিটে শেষ হবে। পাঁচ মিনিট পর পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে সকাল সোয়া ১১টা পর্যন্ত। পাঁচ মিনিট পর দিনের শেষ ক্লাস ১১টা ২০ মিনিটে শুরু হয়ে চলবে ১২টা ৫ মিনিট পর্যন্ত। এ দিন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হবে।

প্রাথমিকের শ্রেণি পাঠদানের রুটিন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

শুরুতে যেভাবে হবে ক্লাস
প্রথম দিকে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। এর বাইরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। একই শ্রেণির শিক্ষার্থীদের দুটি বা কোথাও প্রয়োজনে তিনটি শ্রেণিকক্ষে ভাগ করে বসানো হবে।

কয়েক সপ্তাহের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচি শেষে নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও প্রতিদিন ক্লাস হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা নেয়ার প্রস্তুতি থাকবে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯’এর কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। দীর্ঘ বন্ধের ফলে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে এই ছুটি আর বাড়ছে না।

Share.