৫জি সম্পর্কে যা জেনে রাখতে পারেন

0

মোবাইল নেটওয়ার্কের দিক দিয়ে আমরা এখন ৫জি-তে প্রবেশ করেছি। ৪জি নেটওয়ার্কের আপডেট ভার্সন এই ৫জি নেটওয়ার্ক। ৫জি দিয়ে মোবাইল ফোনে সুপারফাস্ট ইন্টারনেট চালানো যাবে।

-৫জি কেন ব্যবহার করবেন-
ফাইভ জি নেটওয়ার্কের অন্যতম প্রধান কাজ খুব দ্রুত যোগাযোগ স্থাপন করা। আপনার অন্য প্রান্তে বসে থাকা লোকটির সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করবে এই ৫জি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি।

এছাড়া আজকাল কাজ করতে গেলে একসঙ্গে অধিক মানুষকে সংযুক্ত করতে হয়। এক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক আপনার জন্য চমৎকার কাজে দেবে।

-যেসব ক্ষেত্রে ৫জি ব্যবহার করা যাবে-
এক.
একসঙ্গে কয়েকটি ডিভাইসে ৫জি সুবিধা দেবে। যাকে বলা হয় ইন্টারনেট অব থিংস (আইওটি)। শিল্পোন্নত বিশ্বে এ নেটওয়ার্ক খুবই কার্যকর সুফল বয়ে আনবে।

দুই.
একই সঙ্গে কয়েকটি যানবাহন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এ নেটওয়ার্কের গতি এত বেশি যে অটো ড্রাইভিং গাড়িগুলো সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

তিন.
মোবাইল ফোন ইন্টারনেট গতিতে বিপ্লব এনেছে এ প্রযুক্তি। মোবাইল ইন্টারনেট চালাতে গিয়ে এখন আর বাফারিং দেখা যাবে না।

Share.