৪০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু শিগগির

0

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় আরও প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সারাদেশে ২৬ হাজার প্রাক-প্রাথমিক ও ১৫ হাজার সহকারী মিলে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিয়োগ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে ই-প্রাইমারি স্কুল সিস্টেমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শূন্যপদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২২ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের পদায়ন ও শূন্যপদের তথ্য সিস্টেমে আপডেট করতে বলা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, শূন্যপদের তথ্য নিরুপন শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায় থেকে হার্ড ও সফট কপিতে শূন্যপদের তথ্য অধিদপ্তরে আনা হয়েছে। এখন প্রাইমারি স্কুল সিস্টেমে শূন্যপদের তথ্য ও শিক্ষকদের পদায়নের তথ্য বলা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বর্তমানে সারাদেশে এ স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। সব মিলিয়ে একত্রে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৪০ হাজারের মতো শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে প্রাক-প্রাথমিকের জন্য যারা নিয়োগ পাবেন তাদের আলাদা প্রশিক্ষণ দেয়া হবে।

Share.