৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

0

শিক্ষা ডেস্ক: ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষ সভায় এ ফল অনুমোদিত হয়েছে।

চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ২ হাজার ২০৪ জন।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী ছিলেন ৯ হাজার ৮৬২।

৩৮তম বিসিএস পরীক্ষার প্রার্থীদের মধ্য হতে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, কর ক্যাডারে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন, মৎস্য ক্যাডারে ২০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২৯১ জন, পশু সম্পদ ক্যাডারে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্ত ক্যাডারে ৯৭ জন, ও বিসিএিস সাধারণ শিক্ষা ও কারিগরি কলেজ ক্যাডারে ৭৬৮ জনকে সুপারিশ করা হয়েছে।

ফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Share.