২১ মে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ হবে, এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ছড়ানো তথ্যটির কোন সত্যতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর।
অধিদফতর সূত্রে জানা গেছে, ২১ মে এসএসসির ফল প্রকাশ করার খবরটি ভিত্তিহীন। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীদের ওএমআর শিট বোর্ডগুলোতে পৌঁছেছে। সেগুলো দেখা হচ্ছে। সবকিছু ঠিক চলতি মাসে ফল ঘোষণা করা হবে।
জানা গেছে, বোর্ডগুলোয় ওএমআর শিট মূল্যায়নের কাজ চলছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে। তবে আগামী ২১ মে ফলাফল প্রকাশের যে খবরটি বেরিয়েছে সেটি ঠিক নয়। ♦