২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

0

২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের বিশ্ব আসরের কোনো টুর্নামেন্টের একক আয়োজক হতে পারছে না বাংলাদেশ। তবে সুযোগ মিলেছে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের। এতে বাংলাদেশের সহ-আয়োজক থাকবে ভারত।

২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত আট বছরের নতুন এ চক্রে ছেলেদের ক্রিকেটে আইসিসির বৈশ্বিক আসরগুলোর স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হয় গতকাল।

এ সময়টায় একাধিক আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে শুধু ভারত। এককভাবে একটি আসরের আয়োজক তারা, যৌথভাবে দুটি।

নতুন চক্রের প্রথম বিশ্ব আসর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথভাবে এটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে যুক্তরাষ্ট পরিচিত না হলেও ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট হয়ে আসছে ফ্লোরিডার লডারহিলে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের লড়াই হবে আফ্রিকায়। যৌথভাবে স্বাগতিক এখানে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো নামিবিয়া প্রথমবার কোনো বিশ্ব আসর আয়োজনের দায়িত্ব পেল।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়া এ আসর আবার আয়োজন করবে ২০২৮ সালে, সেবার তাদের সঙ্গে যৌথ আয়োজক হবে নিউজিল্যান্ড।

২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক ভারত।

২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।

বাংলাদেশ সবশেষ বিশ্ব আসর আয়োজন করেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এককভাবেই সেটি আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ছিল সহ-আয়োজক। ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) একক আয়োজকও ছিল বাংলাদেশ।

Share.