২০২১ অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা দুই তৃতীয়াংশ পৃষ্ঠপোষকের

0

টোকিও ২০২০ অলিম্পিকের কর্পোারেট পৃষ্ঠপোষকরা এখনো নিশ্চিত হতে পারছে না ২০২১ সাল পর্যন্ত এ আয়োজনকে সমর্থন দিয়ে যাবে কিনা। একটি জরিপের রিপোর্টে একথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকেতে সম্প্রচারিত রিপোর্টে বলা হয় পৃষ্ঠপোষকদের ৬৫ শতাংশের উপর চালানো জরিপে দেখা গেছে পরের বছর পর্যন্ত আর্থিক সহযোগিতা করার ব্যাপারে তারা এখনো মনস্থির করতে পারছেন না।

এনএইচকের মতে করোনা ভাইরাসের কারণে জনসমাবেশের উপর কড়াকড়ি আরোপ করায় গেমসের কর্মকান্ড থেকে তারা কাঙ্খিত প্রচার পাচ্ছে না। এ বিষয়ে তারা উদ্বিগ্ন। গেমসটি শেষ পর্যন্ত বাতিল হওয়ারও আশংকা করছেন অনেকে। কারণ অলিম্পিকের অনেক সিনিয়র কর্মকর্তা বলছেন, ২০২১ সালের মধ্যে অবশ্যই টোকিওকে গেমস আয়োজন করতে হবে। আয়োজন করতে না পারলে গেমসটি আর আয়োজন করা হবে না।

Share.