রাত পেরোলে নতুন বছর। এর সঙ্গে বিদায় নেবে ২০২০ সাল। বছরটি নানা কারণে সমালোচিত। কেননা মহামারীর কারনে পুরো বছর কেটেছে আশংকায়।
কোভিড-১৯ থামিয়ে দিয়েছে জীবনের জয়গান। তবে স্বস্তির পরশ বুলিয়েছে তথ্যপ্রযুক্তি। অন্যান্য সময়ের তুলনায় চলতি বছরে প্রযুক্তির ব্যবহার বেড়েছে কয়েকগুণ। জীবন স্থবির হলেও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষের চিরায়ত অভ্যাস।
করোনার কারনে থমকে রয়েছে বাংলাদেশের প্রথাগত শিক্ষা ব্যবস্থা। শ্রেণিকক্ষ অনলাইননির্ভর হয়ে পড়ে। ফলে বেড়ে যায় স্মার্টফোনের বিক্রি, ডেটার বিক্রি।
হোম অফিসের ধারণা চালু হয় দেশজুড়ে। তৈরি পোশাক ও সম্পর্কিত খাতে লাগে প্রযুক্তির ছোঁয়া।
২০২০ সালে রাজত্ব করেছে ই-কমার্স খাত। অন্য বছরের চেয়ে এবার অনেকে অনলাইন কেনাকাটায় ঝুঁকেন।
সভা, সেমিনারসহ সংবাদ সম্মেলন, আন্দোলন, প্রদশর্নী—সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এ ধারা এখনো অব্যাহত রয়েছে।
বেসরকারি খাতের পাশাপাশি প্রযুক্তির ছোঁয়া লাগে সরকারি অফিসে। নানা বৈঠক হয়েছে অনলাইনে। সরকারের এক জরিপে দেখা গেছে, করোনাকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ই-কমার্সে কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ। মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ লাখ। মোদ্দাকথা সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে।
এক ঝলক:
* তৃতীয় সাবমেরিন প্রকল্পের অনুমোদন
* অবৈধ মোবাইল ফোন বন্ধে চূড়ান্ত কার্যক্রম শুরু
* আইএসপিএবির ঝুলন্ত তার আন্দোলন
* পুঁজিবাজারে রবি
* ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড
* ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র
* উইটসায় ছয় প্রতিষ্ঠানের পুরস্কার
* ফেসবুকের মামলা
* বাংলাদেশ সাইবার নিরাপত্তা সূচকে আট ধাপ এগিয়েছে
* সাফার বেস্ট অ্যানুয়াল রিপোর্ট পুরস্কার অর্জন
* বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু
* ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন। ♦