১৫ বছরে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

0

২০০৬ সালের ২৮ মে প্রাচীন সভ্যতার অন্যতম নির্দশন শালবন বিহারের কোল ঘেঁষে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সময়ের পরিক্রমায় ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে চলমান সাধারণ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিস্থিতি স্বাভাবিক হলে জাঁকঝমকভাবে বিশ্ববিদ্যালয়ের এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৭ বিভাগে ৩০০ শিক্ষার্থী, ১৫ শিক্ষক ও ৫০ কর্মকর্তা-কর্মচারী নিয়ে চালু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ১৯ বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

Share.