হোয়াটসঅ্যাপের কল রিসিভ করা যাবে স্মার্টওয়াচে

0

বেড়ে চলেছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। এবার হোয়াটসঅ্যাপ একটি অ্যান্ড্রয়েড বিটা বিল্ড রোল আউট করছে যা স্মার্টওয়াচগুলোয় ভয়েস কল সমর্থন করবে।

এরই মধ্যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ও ৫ স্মার্টওয়াচে এ সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ।

স্মার্টওয়াচে অনেক আগে যুক্ত হয়েছে স্মার্টফোনের কল রিসিভ ও রিফিউজ করার অপশন।

আবার অনেক স্মার্টওয়াচে সোশ্যাল মিডিয়া, ই-মেইলের নোটিফিকেশনও পাওয়া যায়। তবে এবার হোয়াটসঅ্যাপের ইনকামিং কল পাবেন স্মার্টওয়াচে।

হোয়াটসঅ্যাপের কোনো কল এলে হোয়াটসঅ্যাপের লোগোটি প্রদর্শিত হবে। ফলে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন যে সাধারণ কোনো কল নয়, ডিভাইসে হোয়াটসঅ্যাপ কল এসেছে।

এমনকি স্ক্রিনে ‘অ্যাকসেপ্ট’ ও ‘ডিক্লাইন’ স্লাইডারগুলোও দেখা যাবে।

এরই মধ্যে রেডিটের কিছু ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন।

মেটা মালিকানাধীন কোম্পানিটি তার লেটেস্ট বিটা রিলিজে ওয়্যার ওএস ৩ স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ভয়েস কল সাপোর্ট ফিচার অ্যাড করেছে।

এক্ষেত্রে ওয়্যার ওএস ৩ দ্বারা চালিত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ও গ্যালাক্সি ওয়াচ ৫ ব্যবহারকারীরা এ ফিচারটির সুবিধা উপভোগ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৯.১২-এ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ ইউজাররা উক্ত ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন।

কিছু রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৯.১১-এও গ্যালাক্সি ওয়াচ ৪ ব্যবহারকারীরা আলোচ্য ফিচারটির ফায়দা ওঠাতে সক্ষম হবেন।

শিগগির সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। 

Share.