হোয়াইট হাউজে করোনার হানা, চিন্তিত ট্রাম্পের আবারও পরীক্ষা

0
রোনা তাণ্ডবে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে প্রতিদিন আক্রান্ত ও প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। ভাইরাসটি এবার হানা দিয়েছে হোয়াইট হাউসে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মকর্তা ট্রাম্পের হয়ে কাজ করার পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত রয়েছেন। আক্রান্ত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ট্রাম্প বেশ চিন্তিত হয়ে পড়েছেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের এ কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা। ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।

বুধবার ওই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর মর্মাহত হয়েছেন ট্রাম্প। তাই ট্রাম্প ফের নিজের করোনা পরীক্ষা করিয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

ট্রাম্পের ব্যক্তিগত এ কর্মকর্তা মূলত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করে থাকেন। তাদের জন্য খাবার, কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান দেন। এছাড়া ট্রাম্পের সফরসঙ্গী তিনি।

Share.