পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এ কারণে কোম্পানিটির সম্পদ বেড়েছে এক কোটি ৪২ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, হা ওয়েল টেক্সটাইল লিমিটেড তাদের স্থায়ী সম্পদের মধ্যে জমি, ভবন ও অন্যান্য সিভিল কনস্ট্রাকশনের পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নের পর তাদের সম্পদ বেড়েছে এক কোটি ৪২ লাখ পাঁচ হাজার দুই টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ এটি অনুমোদন করেছে, যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের ওপর ভিত্তি করে এ পুনর্মূল্যায়ন করা হয়েছে।
গত বছর কোম্পানিটির স্থায়ী সম্পদ ছিল ৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার আট টাকা। পুনর্মূল্যায়নের পর যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ১০ টাকায়।
জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কোম্পানিটির এ সম্পদ পুনর্মূল্যায়ন করেছে।
এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে হা ওয়েল টেক্সটাইল। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) চার পয়সা বেড়েছে।
-হা ওয়েল টেক্সটাইলস-
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৬ কোটি টাকা।
এর রিজার্ভের পরিমাণ ১২০ কোটি ৫৮ লাখ টাকা।
কোম্পানিটির মোট পাঁচ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৯ দশমিক ৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।