‘যখন পাও না কথা
তখনই কি দাও এ ব্যথা?
আমি তো কিছুই বুঝি না তা।
ফেলে দিই মনের ঝাপি
শুনি না ঝড় বারতা।
একা হাঁটি ধুলো পথে
উন্নয়ন নর্দমাতে
মিথ্যা সব বাজেটে।
হতে হতে আরও একা
পৌঁছাই খেয়াঘাটে।
গিয়ে দেখি নদী দখল
মাঝি ভাই অদল-বদল
কিনারায় প্লটই সকল
নদী কি শোধ নেবে না?
ফিরে আসে সবই ঠিকই
কোনও স্রোত হয় না বিফল।’ ♦