দারাজ বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান হাংরিনাকি। প্রতিষ্ঠানটি ‘হাংরিনাকি সেলার মৈত্রী’ শীর্ষক উদ্যোগের আওতায় কভিড-১৯ মহামারিতে আর্থিক ক্ষতিতে পড়া রেস্টুরেন্ট পার্টনারদের সহায়তার অঙ্গীকার করেছে।
কভিড-১৯ এর কারণে দেশের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান নানাভাবে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে ব্যবসার উন্নয়ন ও উদ্যোক্তাদের দুর্দশা লাঘবে হাংরিনাকি তাদের সব রেস্টুরেন্ট পার্টনার, অর্থাৎ সহযোগী ও অংশীদার রেস্টুরেন্টের কাছ থেকে গোটা রমজানে কোনো কমিশন নেবে না।
একই সঙ্গে সেলাররা এক্সপ্রেস সাইন আপ সুবিধা পাবেন। পাশাপাশি ফ্রি সেলার এডুকেশন ও ব্যবসা বাড়ানোর নানা প্রমোশনাল ফিচার সুবিধা দেবে হাংরিনাকি।
হাংরিনাকির হেড অব কমার্শিয়াল আবু সালেহ দিদার বলেন, বৈশ্বিক মহামারির কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের নানা ব্যবসা প্রতিষ্ঠান। অনেক ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, আর যারা চালিয়ে যাচ্ছেন, তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে সহযোগী রেস্টুরেন্টগুলোর কঠিন সময়ে তাদের পাশে থাকাকে আমরা দায়িত্ব মনে করি। তাদের এই কঠিন সময়কে কিছুটা সহজ করার প্রয়াস এ ‘হাংরিনাকি সেলার মৈত্রী’। এ উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত।
দারাজ বাংলাদেশ চলতি বছরের মার্চে ‘হাংরিনাকি’ অধিগ্রহণ করে। এর ফলে হাংরিনাকি এখন আরও উন্নত ও কার্যকর উপায়ে গ্রাহক ও সহযোগী রেস্টুরেন্টদের সেবা দিচ্ছে।
দেশের ই-কমার্স খাতের প্রবৃদ্ধি ব্যাহত করেছে মহামারি। তাই দারাজ বাংলাদেশের সহায়তায় ভবিষ্যতে গ্রাহক ও রেস্টুরেন্টগুলোকে আরও সুবিধা ও নানা ধরণের আকর্ষণীয় অফার দিতে যাচ্ছে হাংরিনাকি।