পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোম্পানির সার্বিক অবস্থা যাচাই ও করণীয় নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি দুই স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির বেলায় প্রযোজ্য।
এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পারফরমেন্স ভালো না করা ছোট পরিশোধিত মূলধনের কোম্পানিগুলোর বিষয় আলোচনা হয়েছে।
আলোচনায় ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধন সম্পন্ন প্রত্যেকটি কোম্পানির জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করার সিদ্ধন্ত নেয়া হয়। একই সঙ্গে এ কাজটি করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন।
গঠিত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক মিজানুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম।
৩০ দিনের মধ্যে গঠিত কমিটিকে স্বল্প মূলধনের কোম্পানিগুলোর জন্য করণীয় নির্ধারণে সুনির্দিষ্ট প্রস্তাবনা বিএসইসি উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৭টি কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে। তাদের সার্বিক আর্থিক অবস্থাও যাচাই করে দেখা হবে।
পাশাপাশি ওই কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন একটি মানসম্পন্ন জায়গায় আনার বিষয়ে কাজ করা হবে। এছাড়া কোম্পানিগুলোকে নিয়ে বিকল্প কিছু করা যায় কি না—তাও চিন্তা-ভাবনা করে দেখবে কমিশন। ♦